মেডিকেল করতে কি কি প্রয়োজন!
বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স আসে প্রবাসী ভাইদের ঘাম জড়ানা টাকার মাধ্যমে আর সেই প্রবাসী ভাইয়েরাই আজকে আমাদের কাছে অবহেলিত । যাইহোক আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কিছু লিখতে চাই ,তাহলো কেহ যদি বিদেশ যাইতে চায় ওমান, দুবাই, বাহরাইন,কুয়েত ও সৌদি আরব তাহলে তকে প্রথমে ঐ দেশের মেডিকেল করতে হবে।মেডিকেলে ফিট হতে হবে। মেডিকেল বাংলাদেশের তিনটি বিভাগে করা যায় ঢাকা, সিলেট,চট্রগ্রাম এছাড়া অন্য কোথায় মেডিকেল করা যায় না।
১.মেডিকেল করতে পাসপোর্ট থাকতে হবে এবং পসপোর্টের মেয়াদ ৬মাসের উপরে থাকতে হবে।
২.পাসপোর্ট সাইজের ২কপি সদ্যতোলা ফটো।
৩. সৌদির জন্য ভিসার কপি থাকতে হবে ।
৪. গামকার স্লিপ তুলতে হবে ।
No comments:
Post a Comment